
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মরহুম ভাসান আলীর ১৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (৩ নভেম্বর) বিকেলে লালপুরের ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিএনপি যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা নান্নু , অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু , বিএনপি নেতা ফিরোজ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল রবি প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মরহুম ভাষাণ আলীর ছেলে রুহুল আমিন ।
আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।