কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ । ১০:০৬ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার বক্তারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় বক্তারপুর বাজারের ব্যবসায়ী স্থানীয় আবু তাহেরের পুত্র বাদল মিয়া, হাকিম উদ্দিন আকন্দের পুত্র আহসান উল্লাহ্ আকন্দ ও বাছির উদ্দিনের পুত্র নাছির উদ্দিন প্রত্যেককে এক হাজার টাকা করে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়,পরবর্তী সময়ে ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বাজার গুলো ও নিয়মিত মনিটরিং করা হবে।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন