পাবনায় পদ্মা নদীতে কিশোর ও তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ । ৩:১৮ অপরাহ্ণ

কয়েক ঘণ্টার ব্যবধানে পাবনার পদ্মা নদী থেকে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর নগ্ন ও অর্ধগলিত দুইটি লাশ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান। এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাইদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীরে ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরেরদিন শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীর তিরে ভাসমান অবস্থায় ২২ বছরের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ নগ্ন ও অর্ধগলিত অবস্থায় ছিল।

মরদেহ দুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলেও তিনি জানান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন