ইসলামী শ্রমিক আন্দোলনে যোগদান

মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ - বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ । ৯:০৪ অপরাহ্ণ

আজ বেলা ৫ টার সময় গাজীপুরের শ্রীপুরে নিউ হাজি বিরানি এন্ড রেস্টুরেন্টের কিছু কর্মচারী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গসংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলার সহ সভাপতি মোঃ মোবারক হোসেন।

তিনি বলেন আমরা শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে দেশের সকল শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে আমরা এক হয়ে কাজ করবো যাতে করে কোন প্রকার শ্রমিকদের উপর কষ্টের স্টিমরোলার চালানো না হয়। কিন্তু আজও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছেনা আমরা ইসলামী শ্রমিক আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও নিউ হাজি বিরানি এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকার মুজাহিদ মোঃ আরিফুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর পৌর ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সহ আরো অনেকেই।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন