“নিয়তের আলো”

শামীম আহমেদ
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ । ৮:৩৯ অপরাহ্ণ

খাঁটি নিয়ত রাখো মনে, সৎকর্মে প্রাণ ঢালো,
আদর্শ হতে চাইলে, হৃদয়ে তার আলো।
অহংকার আর লোভ ত্যাগ, কলুষতা দূর করো,
সত্য পথে থাকলে শান্তি, সুখও সঙ্গী হবে।

নিয়তের সুরে বাজাও প্রাণ, আল্লাহ রয়েছেন পাশে,
সৎকর্মের আলোর পথে, দুঃখ তবুও যাবে সঙ্গে।
বিভেদ আর হিংসা দূর, সবার মাঝে মিল হবে,
নিয়তের স্নিগ্ধতায় জীবনপথে রঙ নতুন সেজে উঠবে।

যখন সবাই কল্যাণে মগ্ন, পর হবে আপন,
তাহলে দ্বন্দ্বের আঁধার উধাও, প্রকাশ পাবে নতুন সূর্য।
তাহলে খাঁটি নিয়ত করো, সৎকর্মে দাও মন,
ইহকাল ও পরকাল শান্তি, হবে পূর্ণ শান্তির দান।

বিশুদ্ধ নিয়তে রেখো হৃদয়, আলোর পথে পা বাড়াও,
আল্লাহর সঙ্গেই চলবে পথ, মুক্ত হবে কালো।
এই নিয়তের সেবায় মানুষজন পাবে সত্য পরিচয়,
তুমি হবে আদর্শ, পূর্ণতায় ভরা সৌরভময়।

ধন-সম্পদ ক্ষণস্থায়ী, কিছুই যায় না থাকে,
অন্যের সেবায় নিবেদিতেই, হৃদয় শান্তি পাবে।
ইহকালে খুঁজো আলোর পথ, পরকালে শান্তি খুঁজো,
খাঁটি নিয়ত সঙ্গী করে, জীবনের পূর্ণতা খুঁজো।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন