ধামইরহাটে মানবসেবা’র উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

মোঃউজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ । ১০:৫৩ পূর্বাহ্ণ

নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের সামাজিক ভাবে পুর্নবাসনের লক্ষে ছাগল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা সংগঠনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়। গতকাল বিকেলে ধামইরহাট উপজেলা পরিষদ চত্ত্বরে সেবাধর্মী অন্যন্য সংগঠন মানবসেবার উদ্যোগে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে নির্মূলের লক্ষে এবং তাদেরকে পুর্নবাসনের জন্য ৭ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব (অব.) আলহাজ্ব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের ভিক্ষুক গোলাপী খাতুন বলেন, ভিক্ষা করতে অনেক খারাপ লাগে, তারপরও পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করি, এখন ছাগল পেয়ে অনেকটা খুশি লাগছে। এ ছাগল দিয়ে সংসার চালানোর চেষ্টা করবো।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন