নাগেশ্বরীতে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

মোঃ জেলাল আহম্মদ রানা নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ । ৬:১৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ নভেম্বর দুপুর ২টা ৩০মিনিটে উপজেলা প্রশাসন হলরুমে পশ্চিম পয়ড়াডাঙ্গা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো: আব্দুল মান্নান মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারভিটা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মাওলানা মো: মিনহাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: আব্দুল হামিদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদূর রহমান, নেওয়াশী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, পশ্চিম পয়ড়াডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান, নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ন. ম আখতারুজ্জামান, মোল্লা পাড়া দাখিল মাদ্রাসার সুপার নওশের আলী মোল্লা, পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসার সুপার মোজাহিদ আলী,বড় বাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস শাফি, নাগেশ্বরী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুস ছালাম, নেওয়াশী আলিম মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাতেম আলী খন্দকার।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন