কালীগঞ্জে ২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ । ৬:১৭ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকির অংশ হিসেবে কালীগঞ্জে আড়িখলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুই বেকারীর মালিককে ৯ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার কালীগঞ্জ বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দুটি মামলায় দুই বেকারী ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌর এলাকার দক্ষিন ভাদার্ত্তী গ্রামের বেকারীর মালিক মৃত আবেদ আলীর পূত্র মো. রমজান (৫৩) কে ২ হাজার টাকা ও আড়িখোলা রেলওয়ে ষ্টেশন এলাকার বিসমিল্লাহ ফুডের মালিক ফখরউদ্দিনের পূত্র মাসুদুল ইসলাম (৩০) কে ৭ হাজার টাকাসহ মোট ৯ টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন উপজেলা মৎস কর্মকর্তা আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

তাছাড়া মাঠ প্রশাসনের সদস্যরা বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি করছে। নিয়মিত কাজের অংশ হিসেবে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মী।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন