
পাবনার সাঁথিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন পিয়াজ, গম, শরিষা, খেসারী , মসুর ভুট্টা, অড়হর প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদীর সঞ্চালনায় কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্ম কর্তা তানজিলা ফেরদৌস, উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানাসহ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী।
এ মৌসুমে উপজেলায় ৭হাজার ৬শ উপকারভোগী কৃষককে ১টি ফসলের ১ বিঘা জমির জন্য কৃষি উপকরণ বিতরণ করা হবে।।