সত্যের ঠিকানা

লেখক শামীম আহমেদ
প্রকাশের সময়: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ । ১২:৪৯ অপরাহ্ণ

সত্যের ঠিকানা

লেখক শামীম আহমেদ
সাঁথিয়া, পাবনা

সত্যের পথে চলতে গিয়ে,
করছে যারা জীবন ক্ষয়।
কষ্টের মধ্যে হবে তাদের,
মানবের পরিচয়।
নিজের জীবন বিসর্জন দিয়ে,
চলছে যারা সঠিক পথে।
শক্র কেন হামলা দিচ্ছে,
তাদের বিরুদ্ধে দিন ও রাতে।
সংগ্রামে লিপ্ত হয়ে,
করছে অনেক মৃত্যবরণ।
হাল জামানার চালে পরে,
ভুলছে তাদের খোদা স্মরণ।
পথ ভ্রষ্টদের পথে এনে,
করতে হবে প্রতিরোধ।
শাস্তি দিতে যারা,
করছে পথে অবরোধ।
সত্যের মিথ্যার পথে যারা,
বাস করছে পৃথিবীর তরে।
মিলে মিশে থাকলে পারে,
স্বর্গ আসবে কুড়ে ঘরে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন