লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

লালপুর (নাটোর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ । ৫:৪২ অপরাহ্ণ

নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাগর আলী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া (হিন্দুপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ট্রাক (ঢাকা মেট্রো – ট – ১৭-০৩৪৮) থেকে ঝুট নামানোর প্রস্তুতিকালে একই ট্রাকের সহকারী চালক সাগর আলী চাকার নিচে পড়ে পিষ্ট হয়। এ সময় তার ডান পা ও অণ্ডকোষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে সাগর মারা যায়।

এ ব্যাপারে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে থানা পুলিশ ঢাকা মেট্রো – ট ১৭-০৩৪৮ নম্বরের একটি ট্রাক আটক করেছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন