আক্কেলপুর ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ । ৮:০৫ অপরাহ্ণ

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ট্রেনের নিচে ঝাঁপ বেবি রানী দাস (৬০) নামের এক তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

আজ শনিবার বিকেল প্রায় ৩টার সময় আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ পার্শ্বে হাস্তাবসন্তপুর বেলতলী রেলওয়ে ব্রীজ সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে এই ঘটনাটি ঘটে।

আক্কেলপুর স্টেশন ও পরিবার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে নিধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশান পার হয়ে হাস্তাবসন্তপুর বেলতলী রেলওয়ে ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিলে বেবি রানীর পা ও মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাঁর পরনে ছিল লাল শাড়ি ।

নিহতের ভাতিজা জয় দাস বলেন, আমার পিসি গতকাল তার মেয়ের বাড়ি টাঙ্গাইল থেকে এসেছেন। আজ সকালে বাড়িতে ছিলেন। দুপুর বারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। বিকেলে শুনি ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, পিসি বেবি রানী দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী।

সান্তাহার রেলওয়ে থানার এসআই ফেরদৌস বলেন, ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহতের পরিবার জানায় বেবি রানী একজন মানসিক রোগী।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন