লালপুরে পুলিশের বিশেষ অভিযান – আটক ৪

লালপুর (নাটোর) প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৬:২৬ অপরাহ্ণ

নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাঝগ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে মুসা আলী (২৬) ও জামরুল ইসলাম (৪০), নাওদাড়া গ্রামের মৃত রহমানের ছেলে আমিরুল (৩৪), রামকৃষ্ণপুর গ্রামের মিরাজ মালিথার ছেলে রিপন আলী (৩৫)। রবিবার সকালে আটককৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে এবং দুষ্কৃতকারীদের আটকের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ তৎপর রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন