
আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির প্রতিবাদে নেত্রকোনার মদনে কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সরকারি হাজাী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শাখার আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সদস্য সচিব সাইমন আকন্দ লিমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখে, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শামীম হাসান, কলেজ শাখার ছাত্রনেতা হিরা,কাওছার,নাইম,কামরুল,পৌর ছাত্রদল নেতা আবির,গোলাম রাব্বাী,মেহেদি,কৌরাইশি,মিঠু,উপজেলা ছাত্রদল নেতা তামীম,গোলাম আহমেদ,প্রিন্স,আলিফ,রাজ,রাফি, খোকা ,কালাম প্রমূখ।