সুন্দরগঞ্জে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মো: রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৬:৫৯ অপরাহ্ণ

গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্দ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

রবিবার (১০নভেম্বর) উপজেলার দলীয় কার্যালয়ে কর্মসূচির মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‌্যালি।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারী কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়।

এতে উপজেলার বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মাহামুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, ডা: মো. জিয়াউর রহমান (জিয়া)।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ গফ্ফার মোল্লা, সদস্য মো. নজমুল হুদা, উপজেলা যুব দলের আহ্বায়ক মো. আব্দুর রহমান প্রমূখ।

বক্তারা শহীদ জিয়ার শততা, দেশপ্রেম ও আদর্শে বলিয়ান হয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সেইসাথে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দাবি করেন।

শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন