নির্বাচন কমিশন পুনর্গঠন, দুর্নীতিবাজদের বিচার, এবং পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ । ৭:১৬ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১১নভেম্বর,২০২৪খ্রি.) দুপুরে খাগড়াছড়ি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে একটি গণ সমাবেশ। সমাবেশে বর্তমান সরকারের বিরুদ্ধে নিন্দা এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মূলত, আওয়ামী সরকারের বিরুদ্ধে আলেম ও ছাত্র জনতার উপর গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি উঠেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সমন্বয়ক মুফতি দেলোয়ার হোসাইন সাকী। তিনি বক্তৃতায় বলেন, “বর্তমান সরকারের নৈতিক ও আইনি দায়বদ্ধতা থাকে না, এবং অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই পার্বত্য চট্টগ্রামে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।

এই সমাবেশের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, স্বার্থ ও জনগণের জন্য সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি জানান।

সমাবেশের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন, বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাউছার আজিজী ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন