
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে সোমবার (১১ নভেম্বর ২০২৪) মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি তার বক্তব্যে শান্তি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে জেলার উন্নয়ন অগ্রযাত্রায় সম্প্রীতির ভূমিকার কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং সাধারণ সম্পাদক এম এন আবছার। এছাড়াও যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশটি পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।