ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের আরো দুইজনকে গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ২:৪৯ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতার করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

গ্কৃরেফতারতরা হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি লাভলু মিয়া মিলন (৩৮)। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের পুত্র ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের (বাস স্ট্যান্ড এলাকার) সোলায়মান হোসেনের ছেলে লাভলু মিয়া মিলন কে নিজ বাড়ী থেকে আটক করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদেরকে আটক করে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন