লালপুরে ভেজালবিরোধী অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১৬০ কেজি মরিচের গুড়া ধ্বংস

লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ৮:৫৮ অপরাহ্ণ

নাটোরের লালপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। মঙ্গলবার (১২ নভেম্বর) লালপুরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মান যাচাই ছাড়া ও লেবেলবিহীন ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন এবং বিক্রয়ের অপরাধে “জিহাদ দইঘর” ও “লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার” প্রতিষ্ঠান দুটিকে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়।

অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে মরিচের গুড়া ও সরিষার তেল উৎপাদনের দায়ে “মিজান ট্রেডার্স” প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা সহ প্রায় ১৬০ কেজি মরিচের গুড়া জব্দ করে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার এবং বিএসটিআই রাজশাহীর ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন