
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার জি আর সাজাসহ(দুই বছর) মোট ১২ টি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাবেদ (৩৪) কে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে ২: ০০ ঘটিকায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জাবেদ নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মিয়াজান এর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে বুধবার (১৩ নভেম্বর) রাতে নাসিরনগর থানার এ এসআই মোমেন ভূঁইয়া, এ এস আই মো. জহিরুল ইসলাম,এ এস আই মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুড়িশ্বরের আশুরাইল পৌঁছে তাকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাসিরনগর থানায় সাজা সহ ওয়ারেন্ট ১ টি এবং সর্বমোট ১২ টি ডাকাতি মামলা রয়েছে। আটক আসামিকে নাসিরনগর থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।