বকশীগঞ্জে পুুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক

বকশীগঞ্জ (জামালপুর ) প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ । ৬:১৫ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ীকে আটক করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর তাদের কোর্টে প্রেরণ করা হয়।

আটককৃতরা বকশীগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের হলেন গোলাপ হোসেনের ছেলে মাসুম মিয়া (২৮), মোবারক আলীর ছেলে মোস্তফা, মেষেরচর গ্রামের আরিফ মিয়ার ছেলে খলিল মিয়া (৫৩), মুসলিম উদ্দিনের ছেলে ফুটা মিয়া (৪২), চন্দেরবন তিনানী পাড়া গ্রামের সোনাজল হকের ছেলে সেলিম মিয়া (৪৫)।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ৫ জুয়াড়ীকে আটকের পর বৃহস্পতিবার দুপুরে তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন