বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের দুই ভাই-বোন নিখোঁজ

শেখ মহিউদ্দিন (বাগেরহাট) জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ৭:৫৮ অপরাহ্ণ

মোরেলগঞ্জে রুমা আক্তার (১২) ও রবিউল ইসলাম (৫) নামে আপন দুই ভাই-বোন নিখোঁজের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তারা উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের মৎস্যজীবী মো. রিয়াজুল ইসলাম ও চম্পা বেগমের সন্তান।

বর্তমানে তাদের বাবা রিয়াজুল ইসলাম জীবিকার তাগিদে মাছধরা ট্রলারে সমুদ্রে অবস্থান করছেন। বাবার অনুপস্থিতে মা চম্পা বেগম সন্তানদের খুঁজে পেতে বৃহস্পতিবার সকাল থেকে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে ঘুরছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে চম্পা বেগম জানান, ছেলে-মেয়েদেরকে বকা দেওয়ায় তারা বুধবার বেলা ৭টার দিকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপরে আর বাড়ি ফেরেনি।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, দুই ভাই-বোন নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ তাদের খুঁজে পেতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন