ফুলবাড়ীতে ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে

আরিফুল ইসলাম (আরিফ) ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ৮:০৬ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্যারাম খেলা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী পৌর শহরের চকচকা বকুলতলা মোড়ে এই খেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজকে মাদকমুক্ত ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তাই আমাদের উচিত যুব সমাজকে মাদকমুক্ত ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করা।
এসময় বিশেষ অতিথি মানিক মন্ডল খেলাধুলার বিকাশ ঘটাতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে ফুটবল বিতরণের ঘোষণা দেন।
তিনি বলেন যেখানে খেলাধুলার আয়োজন করা হবে সেখানে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
আমরা সব সময় ভালো কাজের সঙ্গে আছি।

এছাড়া তিনি গ্রামগঞ্জে বিভিন্ন খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান। খেলা পরিচালনায় ছিলেন বুলবুল,আলমগীর,আলাল, সাইদুল দর্জি,লিটন। উদ্বোধনী খেলায় এক দিকে (হাফিজুল-জুয়েল)অপর দিকে (মিন্টু-ছোট শিহাব) অংশগ্রহণ করে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন