বিদেশে গেছে সাড়ে ১১ লাখ নারী কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ । ১০:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ নারী কর্মী কাজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সরকার দলীয় সংসদ সদস্য আদিবা আনজুম মিতার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, “সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মরিশাস, লেবানন ও বাহারাইন। এসব দেশে নারী কর্মীর চাহিদা বেশি।” তাই নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরব, জর্ডান, ওমান ও লেবানন’সহ মোট ৬টি দেশে সেফ জোন আছে বলেও জানান তিনি।
সেইসাথে নারী কর্মীরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সেজন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে বলেও উল্লেখ করেন মন্ত্রী ইমরান আহমদ।
সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশে ৪ লাখ ৫৩ হাজার ৩৩৭ কর্মীর (নারী ও পুরুষ) প্রবাসে কর্মসংস্থান হয়েছে। আর গেল ২০২২-২৩ অর্থবছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ ২৫ হাজার ৮২৫ কর্মীর।

খবর: প্রবাস বার্তা

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন