একটি হারানো বিজ্ঞপ্তি

আরিয়ান আহাম্মেদ হৃদয় শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ৮:২৯ অপরাহ্ণ

গত ১৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার সাইদুল ইসলাম (৪০)
নামে লোকটি হারানো গিয়েছে।
তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামে সে দীর্ঘদিন ফেরির ব্যবসা করে আসছে,
একদিন পেরোলেও এখনো পাওয়া যায়নি সাইদুল ইসলাম কে, তাকে না পাওয়াই শঙ্কিত স্বজনরা।

বর্তমান ঠিকানা – গ্রাম-চন্না পাড়া শ্রীপুর পৌর,
পেশায় একজন ফেরিওয়ালা,

লোকটির পরিবার গণমাধ্যমকে বলেন,তার গায়ের রং শ্যামলা তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি তার স্মৃতিশক্তি কম,গত ১৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টার সময় শ্রীপুর পৌর এলাকার চন্না পাড়া গ্রামের স্হানীয় একটি মসজিদে যোহর এর নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি।
লোকটিকে তার গ্রামের বাড়ি ও আত্মীয়-স্বজনের বাড়িতে সারাদিন খোজাখুজির পর না পেয়ে শ্রীপুর মডেল থানায় একটি সাধারন ডাইরী করা হয়,

যদি কোন সু-হৃদবান ব্যক্তি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে মেহেরবানী করে নিম্ন ঠিকানায় পৌছে দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

মোবাইলঃ 01770013596,

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন