হাতিয়ায় রঞ্জন শিল্পীদের মতবিনিময় ও আলোচনা সভা

হাতিয়া উপজেলা প্রতিনিধি-
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ । ৮:৫৭ অপরাহ্ণ

,,দেশীয় পন্য কিনে হন ধন্য,, এই স্লোগানকে সামনে রেখে, হাতিয়া উপজেলার ওসখালী সদরে রঞ্জন শিল্পীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে ওসখালী সুপার মার্কেটে আমার বাড়ী চাইনিজ রেস্টুরেন্টে সালেহা এন্টারপ্রাইজ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মাইনুদ্দিন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজালা পেইন্টস এর সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মিঃশরিফ মোহাম্মদ নুরুল ইসলাম, কুমিল্লা রিজিওনাল অফিসার আব্দুল জাবির, সিনিয়র এক্সিকিউটিভ (সেলস)আলমগীর হোসেন, ব্যবসায়ী অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন রঞ্জন শিল্পীরা অংশ নেয়। এসময় দেশীয় পণ্য উজালা পেইন্টস ব্যবহারে সবাই আশ্বাস প্রদাণ করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন