“আকাশে রঙের খেলা”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ২:০৩ অপরাহ্ণ

আকাশে রঙের খেলা”
“শামীম আহমেদ ”

আকাশে রঙের খেলা,ভাসেনা মেঘের ভেলা,
বৃষ্টি করেছে গমন,
মিষ্টি হৃদয় ছোঁয়া,বইছে হিমেল হাওয়া,,
এলোরে খুশির লগন।
বাজে ঢোল হৃদয় দোলে,
মায়াবী সুরের তালে,
খুশিতে নাচে আজ মন।।

প্রভাতে ঘাসে ঘাসে,শিশির বিন্দু হাসে
আহা কি লাগে অপরূপ,
ঘাসের ওই শিশির কণা ,মনে হয় মুক্ত দানা,
সকালে পড়লে নতুন ধুপ।
সোনালী আলোর ছটায়
আহারে মনকে মাতায়,
রূপসী লাগে এই ভূবন।
বাজে ঢোল হৃদয় দোলে,
মায়াবী সুরের তালে,
খুশিতে নাচে আজ মন।

করোনা দেশ ছেড়েছে,মানুষের হুষ উড়েছে,
নেই আজ মারণ ব্যাধির ভয়,
দামাল ছেলে মেয়ে,আবেগে হুষ হারিয়ে,
খুশিতে বিভোর হয়ে যায়।
মন আজ বাঁধন হারা,
প্রাণ আজ পাগল পারা,
পেল আজ নতুন জীবন।
বাজে ঢোল হদয় দোলে,
মায়বী সুরের তালে
খুশিতে নাচে আজ মন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন