
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাসেল মিয়া এর দিক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ নভেম্বর, ২০২৪, ২২:৪০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ জনৈক মোঃ রাজু হোসেন @ ফল রাজু এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী মোঃ নুর উদ্দিন (৩৫), পিতা-মোঃ আদম আলী, সাং-খড়িডাঙ্গা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর হেফাজতে হইতে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উক্ত বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে অদ্য ইং-১৯/১১/২০২৪ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।