দৌলতপুর থেকে যাত্রাবড়ি থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ৫:৩৪ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লী থেকে রাজধানীর যাত্রাবাড়ি থানার লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করেছে র‌্যাব। সোমাবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে অস্ত্রটি পরিত্যাক্ত অবস্থায় র‌্যাব উদ্ধার করে।

র‌্যাব জানায়, র‌্যাব ১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম এর দিক নির্দেশনায়  সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামস্থ মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে উত্তর দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশে কাশ বনের মধ্যে  পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী ১২ বোর সচল শটগানটি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ধারনা করা যাচ্ছে যে, উক্ত শটগানটি গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দুষ্কৃতিকারী কর্তৃক ডিএমপি যাত্রাবাড়ী থানা, ঢাকা হতে লুট হওয়া অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানা সমুহ কে জানানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন