নাগেশ্বরীতে ওয়াই-মুভসে্র সমাপনী সভা

মোঃ জেলাল আহম্মদ রানা নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ৫:৪০ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশুদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষক-অভিভাবক এবং সুধীজনদের নিয়ে সলিডারিটির ওয়াই-মুভস্ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের শালমারা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাস্তবায়নকারী সংস্থা সলিডারিটির উক্ত প্রকল্পের পিও পবিত্র কুমার সরকারের সঞ্চালনায় শিক্ষা-প্রতিষ্ঠানের ১২জন শিক্ষক, ১৭জন অভিভাবক ও ৯জন প্রশিক্ষক বক্তব্য রাখেন।

বক্তারা গ্রামাঞ্চলে শিশু ও নারী উন্নয়নে প্রকল্পের দাতাসংস্থা সিডা (সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি) ও কারিগরি সহযোগী প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনালের ভূমিকা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
এসময় উপস্থিত ছিলেন শালমারা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা মন্ডল, প্রাইজ সলিডারিটির পিও আলীনূর পাটোয়ারীসহ আমন্ত্রিত সুধীজন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন