পাবনা র‍্যাবের অভিযানে ১৪৯ গ্রাম হেরোইনসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ । ৬:০২ অপরাহ্ণ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিতায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং এর গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২২ নভেম্বর ২০২৪ তারিখ ১১.৩০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন নূরপুর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪৯ গ্রাম হেরোইন, যাহার মূল্য আনুমানিক ১৪,৯০,০০০/- (চৌদ্দ লক্ষ নব্বই হাজার) টাকা সহ মোঃ মোস্তাফিজুর রহমান মুসা (৫৫), পিতা-মৃত ওহেদ শেখ, সাং-হড়গ্রাম পশ্চিম পাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা বন্ধপরিকর।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত দেশ গঠনে অংশ নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য ইলেক্ট্রনিক্স মিডিয়াকে অনুরোধ করা হলো।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন