ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসবে গারোদের ঐতিহ্যবাহী খাবারের সমারহ

মো মুক্তার হোসেন শেরপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ৮:২৭ অপরাহ্ণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর ধর্মপল্লীর উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার ওয়ানগালা উৎসবে গারোদের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ ঘটেছে।

প্রতি বছরের ন্যায় নতুন ধানকাটা শুরু হলে নবান্নকে ছড়িয়ে দিতে ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারাদের হারিয়ে যাওয়া খাদ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এই উৎসবকে ঘিরে স্কুল মাঠে নানা রং দিয়ে সাজিয়ে তুলা হয়েছে। গারোদের পোষাক, ভাত, মাছ,গোসতো,ভর্তা, মরিচ, সহ বিভিন্ন জাতের রুচির খাবার নিজ হাতে তৈরী করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে ওয়ানগালা উৎসবে। এখানে ২০টি স্টলে স্থান পেয়েছে তাদের রকমারী খাদ্য সামগ্রী সহ আসবাবপত্রের দোকান । তাদের ভাষায় সকল খাদ্য পণ্যের নাম ও মূল্য নির্ধারণ করা হয়েছে। ওয়ানগালা উৎসবে গারোদের এক মিলন মেলায় পরিণত হবে।

এ উপলক্ষে স্কুল মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি,এস,সি ধর্মপাল বিশপ পনেন কুবি ধর্ম প্রদেশ ময়মনসিংহ। উৎসবটি শনিবার শুরু হয়েছে চলবে রোববার পর্যন্ত।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন