ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

তরিকুল ইসলাম তারেক:
প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ৮:৩১ অপরাহ্ণ

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। সে সময় আহত হয়েছে আরও দু’জন। শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিনঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চট্রগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল।

পথিমধ্যে ঝিনাইদহের নতুনবাড়ি এলাকায় পৌঁছলে সামনের বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকের চালক মারা যান। সে সময় আহত দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে, দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন