লালপুরে যুবলীগের সাধারণ সম্পাদক সরল আটক

লালপুর( নাটোর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ১০:২০ অপরাহ্ণ

নাটোরের লালপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরলকে আটক করে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর আদালতে প্রেরণ করেছে লালপুর থানা পুলিশ।

লালপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লালপুর বাজারে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি উত্তর লালপুর গ্রামের লুডুর ছেলে জহুরুল ইসলাম ডন নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে আওয়ামী লীগ ও যুবলীগ সমর্থকরা।

এ ঘটনায় ২ অক্টোবর, ২০২৪ ইং তারিখে জহুরুল ইসলাম ডন বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা রজু করে। ওই মামলার পলাতক আসামি যুবলীগ নেতা সরলকে লালপুর থানা পুলিশ উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকা থেকে শুক্রবার বিকেলে আটক করে।সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত. জাহাঙ্গীর হোসেনের ছেলে।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, ‘লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরলকে আটক করে শনিবার দুপুরে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।’

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন