নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত এক পলাতক ডাকাত গ্রেফতার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ । ৭:১৮ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার পলাতক শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতি মামলার আসামী হলো- নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দাশেরকোনা গ্রামের আমরু মিয়া ছেলে শাহজাহান মিয়া।

গতকাল(২৮নভেম্বর) রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম দিকনির্দেশনায় এএসআই (নিঃ) হিল্লোল তালুকদার নেতৃত্বে এএসআই (নিঃ) জামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৭২/১৭ (বিশ্বনাথ), দায়রা- ২১৯/২০ এর ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার পলাতক আসামী শাহজাহান মিয়াকে বাউশা ইউনিয়ের ভরপুর (ভূমিহীন) এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম। তিনি বলেন,ডাকাতি মামলার আসামী শাহজাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন