কুষ্টিয়া পরিত্যক্ত ভবনে ১৮৯১ পিস ইয়াবা পেয়েছে বিজিবি

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ । ১২:০২ অপরাহ্ণ

কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত ভবন থেকে ১৮৯১ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করা ইয়াবার মূল্য পাঁচ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা।

রবিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মিরপুর রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৩০ গজ পূর্বদিকে পরিত্যক্ত ভবন থেকে মালিকবিহীন অবস্থায় ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। উদ্ধার করা ইয়াবা ধ্বংসের জন্য কুষ্টিয়া ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন