ডোমারে উত্তর বাংলা গ্রাম উন্নয়ন সংস্থার কম্বল বিতরণ

ডোমার(নীলফামারী)প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ । ৬:৪৫ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার উত্তর বাংলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪শ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

সোমবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ মটুকপুর ইউনিয়নে উত্তর বাংলা গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগীতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান শফিউল বারী বুলবুলের সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ইউপি সদস্য সাইদার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

সংস্থার চেয়ারম্যান শফিউল বারী বুলবুল বলেন,সংস্থাটি দীর্ঘদিন থেকে এলাকায় সামাজিক কর্মসুচী পালন করে আসছে। এবার এলাকার অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন