সীমান্ত চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-:ডিআইজি

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ । ৮:০৩ অপরাহ্ণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ডিআইজি আহসান হাবীব পলাশ।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

৭ ই জানুয়ারি মঙ্গলবার  ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পুলিশ সুপার মো:শহীদুল্লাহ কায়সার।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আহসান হাবিব পলাশ, বিশেষ অতিথি ৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল ফারুখ হোসেন খাঁন, বান্দরবান  পুলিশ সুপার শহীদুল্লা কাওসার, কক্সবাজার পুলিশ সুপার মো:রহসত উল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হকের পরিচালনায় এই মতবিনিময় সভা প্রশাসনিক কর্মকর্তাগণ ও 

  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি বলেন, সীমান্ত চোরা চালান ও মানব পাচার রোধে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।  আহসান হাবিব পলাশ বলেন, জনগণের মাঝে পুলিশের ভুল ধারণাটি মুছে দেওয়ার এখনই উপযুক্ত সময়। মত বিনিময় সভা শেষে তিনি ঘুমধুম সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন