সরিষাবাড়ীতে ট‍্যাফে ট্রাক্টরের চাপায় কিশোরের মৃত্যু 

সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ । ৯:৩৯ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে  হাসড়া মাজালিয়া এলাকায় ট‍্যাফে ট্রাক্টরের চাপায়  নয়ন মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার  সকাল ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের 

হাঁসড়া  মাজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

 নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার  ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের ইট ভাটার শ্রমিক আয়নাল মিয়া ছেলে নয়ন মিয়া (১৫)  মঙ্গলবার সকাল ৯ টার দিকে বালু ভর্তি চলন্ত ট্রাক্টরে উঠতে যায়। এ সময় পা ফসকে ট্রাক্টর চাকার নিচে চাপা পড়ে । পরে স্থানীয় লোকজন আহত নয়ন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

 নিহতের বড় ভাই আমাদের রাসেল মিয়া বলেন, ভাই আমার সকালে ট্রাক্টরে উঠার সময় পা ফসকে আর্তরের নিচে চাপা পড়ে গুরুতর  আহত হয়। পরে চিকিৎস ক ভাইকে মৃত ঘোষণা করেনিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন