সরিষাবাড়ীতে কৃষক সমাবেশে ১ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে গাছের চারা বিতরণ

সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ । ২:৫৩ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশে ১ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পোগলদিঘার ইউনিয়নের বয়রা ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয় ‌।

কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ। কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। আরো বক্তব্য দেন জামালপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, উপজেলা কো অডিনেটর আল আমিন পোগলদিঘা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোশাররফ হোসেন , সদস্য সচিব রাশেদুল ইসলাম প্রমুখ ‌।

কৃষক সমাবেশ শেষে কৃষকদের হাতে একটি করে বনজ গাছের চারা তুলে দেয়া হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন