মদনে শীতার্তদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

মদন - নেত্রকোণা প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ । ৭:২০ অপরাহ্ণ

গত কাল সকাল থেকে ছিল ঘন কুয়াশার দাপট,সাড়া দিন দেখা মিলেনি সূর্য এদিকে হিমেল হাওয়া আর কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় শীতে কাঁপছে সারাদেশ।বাদ যায়নি নেত্রকোনা মদন উপজেলার গরীব- দুঃখী মানুষও।আর এমন শীতের রাতে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। এ সময় নিজ হাতে ছিন্নমূল, অতিদরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিযেছেন তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) মাঘান ইউনিয়নে বিভিন্ন এলাকায় ও গত বুধবার রাতে মদন পৌর সভার বিভিন্ন পয়েন্ট ঘুরে প্রায় ২ শতাধিক শীতবস্ত্র ( কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেন ইউএনও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন,গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ঠ না পায,সে জন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন