
পঞ্চগড়ে রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ে (২৭) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘণ্টি এলাকার রেললাইন থেকে ওই ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ধর্ষণের পর পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করে নাটক সাজাতে মরদেহটি রেললাইনের ওপর ফেলে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহসহ আলামত উদ্ধারের চেষ্টা করে।
তবে ওই নারীকে সোমবার রাতে এলাকায় স্থানীয় লোকজন দেখতে পান বলে বিষয়টি জানায় আটোয়ারী থানা পুলিশ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সিআইডির ইনচার্জ দেবাশীষ শাহ্ সময় সংবাদকে বলেন, ‘ঘটনাস্থলে আসার পর অবস্থা দেখে চাঞ্চল্যকর মনে হয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষের নির্দেশে রংপুর থেকে ক্রাইম সিনের টিম এসে আরও তদন্ত করবে।