
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এর বদলি জনিত বিদায় ও নবাগত ইউএনও যোগদান করেছেন।
বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে যোগদান করে বিদায়ী নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ফুলের সংবর্ধনা প্রদানসহ ক্রেস্ট প্রদান এবং অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও অনুপম দাশ অনুপ।
জানা যায়, নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রুহুল আমিন যোগদানের আগে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৬ তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। নবাগত নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য- গত ২৮ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুহুল আমিনকে পদায়ন করা হয়।