বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন মধুপুরবাসী’ আল-কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ । ৩:১৭ অপরাহ্ণ

 মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী’র হাফেজদের মাঝে রঙিন তাহফিজ হেফজ আল কোরআন বিতরণ ও তাদের সম্মানে ইফতার মাহফিল করেছে। এসময় হেফজ , নাজেরা ও নূরানী বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে । ২৩ মার্চ, শনিবার উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী গোরস্থান হাফিজিয়া ও নূরানী মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

স্বেচ্ছাসেবী সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রভাষক নাজিবুল বাশার । এসময় সভাপতি তার স্বাগত বক্তব্যে স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মকাণ্ড ও সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির পরিচালক প্রবাসী শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টা প্রভাষক লিয়াকত হোসেন জনী, মধুপুর নবদিগন্ত ব্লাড সোসাইটির সভাপতি সাইফুল্লাহ , সাধারণ সম্পাদক রুহুল আমিন রনি, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলাল হোসেন।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর রক্তের বন্ধন ব্লাড গ্রুপের পরিচালক রাজু আহমেদ, মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সমাজ সেবক হাজী আব্দুল মালেক, হাফেজ জুলহাস উদ্দিন , বন্ধুমহল সংগঠনের পরিচালনা পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য শাহ পরান, শোয়াইব আহমেদ, হাসিবুল হাসান শান্ত, মেহেদী হাসান , শিক্ষক, শিক্ষার্থী , সুধীজন প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন