সখীপুরে টমেটো ছাড়াই কেমিক্যাল দিয়ে তৈরি হতো সস জরিমানা করেছে ২ লক্ষ টাকা

মো:হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:১১ অপরাহ্ণ

টাঙ্গাইল সখীপুর উপজেলার বংকী এলাকায় ভোক্তা অধিদপ্তর একটি অবৈধ টমেটো সস কারখানায় অভিযান পরিচালনা করে মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

সোমবার সকালে ‘জহির হট টমেটো সস’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় খাবার—চিপসসহ মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো বিভিন্ন ধরনের সরঞ্জামাদি পাওয়া যায়। কারখানার কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছিল না।

দীর্ঘদিন ধরে এই কারখানায় অনুমোদনবিহীন রং মিশিয়ে সস তৈরি করা হচ্ছিল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ অপরাধে কারখানার মালিক জহিরুল ইসলামকে ২ লক্ষ টাকা জরিমানা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল। অভিযানের সময় জব্দকৃত এক হাজার লিটার সস ধ্বংস করা হয়।

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা এবং বিক্রয়ের জন্য সংরক্ষিত এক হাজার লিটার সস ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়েছে।’ তিনি আরও জানান, জেলা ভোক্তা সংরক্ষণ আইনে এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন