
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি টিম গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ০৯:৩০ ঘটিকায় রৌমারী থানাধীন রৌমারী ইউনিয়নের ব্রম্মপুত্র ফিলিং স্টেশনের সামনে থেকে রৌমারী কলেজপাড়া এলাকার মাদক কারবারি মোঃ নুর আলম (৩৬) কে ৪০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।