
টাঙ্গাইলের সখিপুরে তারুণ্য উৎসব উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকাল ১১টায় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী’র সভাপতিত্বে জেলা প্রশাসক শরীফা হক এ পুরস্কার বিতরণ করেন।
এ-সময় আরও উপস্থিত ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন, উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী,সমন্বয়ক সেলিমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য:দিনের কর্মসূচি শেষে উপজেলা কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ করেন।