
আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ১৭ বছরের শুভজিত। এক বছর আগে ধরা পড়ে গলায় একটি টিউমার বর্তমানে তা ক্যান্সার জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছে সে। প্রথমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ওপারেশন করলেই ধরা পড়ে ক্যান্সার জটিল রোগটি।বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার।শুভজিত এর প্রথম ওপারেশনে প্রায় পঞ্চাশ হাজারের মত টাকা খরচ হয়ে গেছে। শুভজিত এর বাবা রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট বাজারে বাতি বানিয়ে পরিবার ও শুভজিতের চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না তার একার পক্ষে।
শুভজিত বসাক রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করার কথা থাকলেও তার গলায় টিউমার থেকে ক্যান্সার ধরা পড়ায় পরীক্ষায় অংশ গ্রহন করা সম্ভব হয়নি।
তার বাবা সাজু বসাক বলেন, সময় যত যাচ্ছে ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই।
শুভজিত এর বাবা সাজু বসাক রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের বসাকপাড়া স্থানীয় বাসিন্দা। তার সঙ্গে যোগাযোগ করা যাবে (01815108602) নাম্বারে।এই নাম্বারেই বিকাশ ও নগদ এবং রকেট অ্যাকাউন্ট খোলা আছে। চাইলে এতে সহায়তা পাঠানো যাবে।