
মো:মিশিকুল মন্ডল,
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ ২০২৪ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে ২৫শে মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসীম আলবারী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরীসহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সমাপনি বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় ১৬ইডিসেম্বর ও ২৬শে মার্চের ইতিহাস সবাইকে জানা দরকার, একথা বলিয়ে তিনি সভা সমাপ্ত ঘোষনা করেন।