
ঈদ উল ফিতর উপলক্ষে পাবনা কাশীনাথপুর জমে উঠেছে ঈদ বাজারে। কাশিনাথপুর সড়ক হতে মার্কেট গুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। স্থানীয়দের পাশাপাশি ঈদের বাজার করতে দেখা গেছে আশপাশের উপজেলার মানুষেরও শুধু কাশিনাথপুর সড়ক নয়, ভিড় দেখা খান মার্কেট,নিউ খান প্লাজার মার্কেট , ইলাহি মার্কেট , মোল্লা মার্কেট , ঐশী ফ্যাশান গ্যালারী, সহ বড় বড় মার্কেটগুলোতেও। পছন্দের জিনিস চিনতে পেরে একদিকে যেমন খুশি ক্রেতা। তেমনি বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। বড় বড় মার্কেটের পাশাপাশি ফুটপাতে দোকানগুলোতে ও অস্বাভাবিক ভিড় দেখা গেছে।খান মার্কেটের আরজে ফ্যাশনের স্বত্বাধিকারী রিন্টু বলেন,গত বছরের তুলনায় এবার সাম্প্রতিক ঢাকা মালের দাম বাড়ায় বেড়েছে ক্রয় মূল্য,মানুষের চাহিদা, বিক্রয মূল্য তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতা দোকানে দোকানে ঘুরে দেখছে।